ফায়ার সার্ভিসের ৯ কর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৩ মে ২০২০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নয়জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনকে হোম কোয়ারেন্টাইনে এবং বাকি আটজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রোববার বিকেলে জানান, অগ্নি দুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে তারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আক্রান্ত নয়জনের মধ্যে সাতজন সদরঘাট ফায়ার স্টেশনের এবং দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের।

তিনি বলেন, তাদের সবাই শারীরিকভাবে ভালো আছেন। তবে তাদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। তাদের স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

জেইউ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।