চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু, ঝুঁকি বাড়ছে বন্দর-ইপিজেডে
চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
রোববার (৩ মে) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পাঁচজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে জানান, আক্রান্তদের দুজনের ঠিকানা হিসেবে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের কথা উল্লেখ আছে। তাদের বয়স যথাক্রমে ৩৮ ও ৫৫। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি অন্তত দুইদিন আগে মারা গেছেন। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তবে ঠিকানা হিসেবে দামপাড়া পুলিশ লাইন্সের কথা উল্লেখ থাকলেও তিনি পুলিশ সদস্য নন।
এদিকে নগর পুলিশের একটি সূত্র তাদের এক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে স্বীকার করেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ভর্তি আছেন। তবে মৃত ব্যক্তির বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
ঝুঁকি বাড়ছে বন্দর-ইপিজেডে
সিভিল সার্জন জানিয়েছেন, গতকাল বিআইটিআইডিত বাকি যে তিনজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের একজন চট্টগ্রাম বন্দরের কর্মচারী। তার বাড়ি ইপিজেড থানার সল্টগোলা ক্রসিংয়ের নিউমুরিং রোডে। ৬২ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে বিআইটিআইডিতে ভর্তি আছেন।
এ নিয়ে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট তিনজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হলো। এর আগে গত ১৫ এপ্রিল চট্টগ্রাম বন্দরের এক কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে গত বুধবার (২৯ এপ্রিল) নগরের ইপিজেডের বিএসসি মেরিন ওয়ার্কশপে কর্মরত একজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে বলে জানায় চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।
এছাড়া এক নারীর মৃত্যুর পর তার করোনার সংক্রমণ ধরা পড়ে। তিনিও নগরের বন্দর থানার নিমতলার বাসিন্দা ছিলেন। সব মিলিয়ে বন্দর ও ইপিজেড এলাকায় করোনা ক্লাস্টার জোরদার হচ্ছে বলে আশঙ্কা স্বাস্থ্য বিভাগের।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জাগো নিউজকে বলেন, বিআইটিআইডি ল্যাবে নতুন ১৮৩টি নমুনা পরীক্ষায় নতুন সাত ব্যক্তি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন চট্টগ্রামের। এছাড়া বাকি দুইজন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩৮ দিনে চট্টগ্রামে মোট ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শনাক্ত আরও ৫ জন চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে এখন চট্টগ্রামে করোনারোগীর সংখ্যা ৮৬ জনে দাঁড়ালো।
এদের মধ্যে ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করানো শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে ভর্তি হওয়া পাঁচ ব্যক্তিও রয়েছেন।
এখন পর্যন্ত চট্টগ্রামে এক শিশু, তিন বয়স্ক পুরুষ ও দুই নারীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আইসোলেশনে এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন। মৃত্যুর পর তাদের পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন।
আবু আজাদ/বিএ/জেআইএম