করোনা হাসপাতালের চিকিৎসকদের জন্য চালু হচ্ছে ফ্রি বাস সার্ভিস
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত রাজধানীর আটটি করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য ফ্রি তিনটি জরুরি বাস সার্ভিস চালু করতে মেডিসিন ক্লাবকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন ডাক্তার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে (মেডিসিন ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর) বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় রাজধানীর করোনা ডেডিকেটেট আটটি হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা করে হাসপাতালে কর্মরত ডাক্তারদের কর্মস্থলে যাতায়াতের জন্য ফ্রি তিনটি বাস নিজ দায়িত্বে এবং নিজ খরচে জরুরি বাস সার্ভিস সেবা প্রদানের অনুমতি প্রদান করা হলো।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এক হাজার ২১০ জন।
এমইউ/এএইচ/এমএস