করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব
করোনাভাইরাস শনাক্তে নতুন আরও একটি পিসিআর ল্যাব যুক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফলে করোনা শনাক্তের পরীক্ষায় মোট ল্যাবের সংখ্যা দাঁড়ালো ৩৪ এ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গতদিন পর্যন্ত আমাদের ৩৩টি ল্যাব ছিল। আজকে ৩৪টি ল্যাবে পরীক্ষা হয়েছে। আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র। ঢাবির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে, তারাও দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারা নমুনা পরীক্ষা করছেন।’
নাসিমা সুলতানা আরও জানান, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০৬ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সবমিলে হয়েছে এক হাজার ৯১০ জন।
পিডি/এএইচ/এমকেএইচ