কারওয়ান বাজারে স্বাস্থ্যবিধির বেহাল দশা!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৯ মে ২০২০

শনিবার, মধ্য দুপুর। কারওয়ান বাজার মুরগি মার্কেটের অদূরে রাস্তা দিয়ে এক ব্যক্তি তার শিশুসহ হেঁটে যাচ্ছিলেন। শিশুটির বয়স আনুমানিক ৩-৪ বছর। জনসমাগমের মধ্যে শিশুটিকে নিয়ে আসলেও শিশুটির মুখে মাস্ক নেই।

awarness

এ প্রতিবেদক শিশুটির মুখে মাস্ক নেই কেন জিজ্ঞেস করতেই আড়চোখে বিরক্তি অভিব্যক্তি প্রকাশ করলেন। আশপাশে তাকাতেই দেখা গেল, বাজারে আগত অনেক ক্রেতা-বিক্রেতার মুখেই মাস্ক নেই। মাত্র কয়েক দিন আগেও কারওয়ান বাজারে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও যখন রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সে মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব কারওয়ান বাজারে।

awarness

দুপুরে সরেজমিন পরিদর্শনকালে এ চিত্র দেখা যায়। কারওয়ান বাজারের রাস্তার দুই ধারে বিভিন্ন শাকসবজি, ফলমূল বিক্রেতারা অনেকেই মাস্ক না পরেই এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। আবার অনেক ক্রেতার মুখেও মাস্ক দেখা যায়নি। অনেকে মাস্ক পরলেও কথা বলার সময় মুখ থেকে মাস্ক নামিয়ে কথা বলছেন। কয়েকদিন আগে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা থাকলেও আজ তা চোখে পড়েনি।

awarness

স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আর একান্ত প্রয়োজনে বের হলেও যেন মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরেন সে ব্যাপারে নিত্যদিন পরামর্শ দিলেও কারওয়ান বাজারের মত জনসমাগম স্থানে স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে করোনার ঝুঁকি আরও বাড়বে।

awarness

রাজধানীসহ সারাদেশে আজ ৯ মে পর্যন্ত মোট ১৩ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছেন। সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। রাজধানী ঢাকার ১৭৮টি এলাকায় করোনা ছড়িয়ে পড়েছে।

এমইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।