ডিএমপিকে এক হাজার পিপিই দিলো ‘এনআইবি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১০ মে ২০২০

আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে এগিয়ে এসেছে সামাজিক প্লাটফর্ম ‘ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ’ (এনআইবি)।

রোববার (১০ মে) সকাল ১১টায় এনআইবির উদ্যোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদফতরে এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করা হয়।

ডিএমপির পক্ষ থেকে পিপিইগুলো গ্রহণ করেনকমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এনআইবির যুগ্ম-সম্পাদক মাসুদ কবির, নির্বাহী সদস্য আমিরুল মোমেনিন মানিক, সদস্য আমিনুল ইসলাম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

পিপিই গ্রহণকালে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, করোনার কারণে সৃষ্ট এই দুর্যোগকালেও ডিএমপির সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যে পুলিশের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এনআইবির দেয়া পিপিইগুলো পুলিশের করোনা ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, করোনা ঝুঁকি কমাতে সম্প্রতি এনআইবির উদ্যোগে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ৪০০টি পিপিই বিতরণ করা হয়। এছাড়া সময় টেলিভিশন ও যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের মাঝেও ১০০টি পিপিই বিতরণ করে এনআইবি।

সামাজিক এ প্লাটফর্মের উদ্যোগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ডিজইনফেকশন চেম্বার’ও স্থাপন করা হয়েছে। এনআইবির সমন্বয়কারী নেসার আমিন এ তথ্য জানিয়েছেন।

পিডি/জেইউ/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।