নির্ধারিত সময়ের পর দোকান খোলা-ভিড়, ২৫ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯ এএম, ১২ মে ২০২০

দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে পণ্য বিক্রি ও নির্ধারিত সময় বিকেল ৪টার পর দোকান খোলা রাখায় ২৫টি দোকানকে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে তাদের কাছ থেকে ৩৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ ও দোকানপাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। তারই অংশ হিসেবে এ মামলা দেয়া হয় ও জরিমানা করা হয়।

সোমবার (১১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর তেজগাঁও, উত্তরা ও লালবাগ এলাকায় চলে এই অভিযান।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অভিযানে লালবাগের ১৬টি দোকানে ১৬ হাজার ৫০০ টাকা, তেজগাঁওয়ের ৬টি দোকানে ৬ হাজার টাকা ও উত্তরায় ৩টি দোকানে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এআর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।