ফায়ার সার্ভিসে নতুন ৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৩ মে ২০২০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের তিন কর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১৬ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলেন।

বর্তমানে এদের মধ্যে একজনকে হোম কোয়ারেন্টাইনে এবং বাকি ১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (১৩ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে এদের কয়েকজন প্রথমে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন।

করোনা আক্রান্তদের মধ্যে আটজন সদরঘাট ফায়ার স্টেশনের, দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের, একজন অধিদফতরের অফিসা শাখার, চারজন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এবং একজন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী।

করোনা আক্রান্তদের সবাই এখনো ভালো আছেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা সুস্থ হয়েছেন। তার নমুনা একবার নেগেটিভ হয়েছে। আরেকবার পরীক্ষার জন্য দেয়া হয়েছে। অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

সদরঘাট ফায়ার স্টেশনের আরও সাতজনের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছে। আগামীকাল তাদের ফলাফল জানা যাবে বলেও জানান তিনি।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।