চট্টগ্রামে শতভাগ মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০২ পিএম, ১৪ মে ২০২০

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া এলাকার ফোর এইচ লিঙারী লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা শতভাগ মজুরির দাবিতে বিক্ষোভ করছে। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে তারা কাজে যোগ না দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে।

ctg

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের পরিদর্শক জাহিদ জাগো নিউজকে বলেন, আমরা ঘটনাস্থলেই আছি, শ্রমিকরা এপ্রিল মাসের শতভাগ মজুরির দাবি করে রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।

ctg

এদিকে স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টা থেকে ফোর এইচ গ্রুপের এই কারখানার শ্রমিকদের কাজে যোগ দেয়ার কথা থাকলেও শতভাগ মজুরির দাবিতে তারা আজ কাজে যোগ দেয়নি। প্রথমে শ্রমিকদের একটি অংশ কারখানার গেটের ভেতর অবস্থান নিলেও সকাল ৯টা থেকে তারা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্রবেশ পথ, বিআরটিসি চত্বর ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে অবস্থান নেয়।

আবু আজাদ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।