বৃদ্ধাশ্রমে মায়েদের পাশে ‘এফএনএফ’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৪ মে ২০২০

করোনার ভয়াবহতায় দরিদ্র-খেটে খাওয়া মানুষকে খাদ্য সহায়তা দিতে কাজ করেছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ইতোমধ্যে সংগঠনটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্ব–উদ্যেগে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতর থেকে অনুমোদিত মিরপুরস্থ চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু, অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধাশ্রমের ৭০ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপ-এর পরিচালনা পর্ষদ সদস্য সেইভ দ্য চিলড্রেন কানাডার হেড অব অপারেশন ডা. এ কি এম শাহরিয়ার, পর্তুগাল প্রবাসী ব্যবসায়ী মুরাদ শেখ, মোহাম্মদ শামীম, মিলন দাশ, বিকাশ মিত্র, মোহাম্মদ হাসানুল বান্না আরমান এর সঙ্গে ঢাকা মেট্রো পলিটন পুলিশ ও সংবাদ উপস্থাপিকা শারমিন নাহার লিনার আন্তরিক সহযোগিতায় বৃদ্ধাশ্রমটিতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি মূলত একটি উদার মনোভাপন্ন, মানবিক ধ্যান ধারণা সম্পন্ন মানুষদের নিয়ে গড়া একটি স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম। এই সংগঠনটি মূলত ২৬ মার্চ ২০২০ সালে যাত্রা শুরু করে। শুরু থেকেই নানা মানবিক কর্মকান্ড ও করোনার এই মহামারিতে সাধারণত জনগনকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সুরক্ষায় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। তাদের এরূপ মানবিক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে দিনে দিনে এই সংগঠনের বন্ধু সংখ্যা বেড়েই চলেছে।

Ma1

বৃদ্ধাশ্রমকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে সংগঠনের সংগঠনের মুখপাত্র বলেন, ‘বৃদ্ধাশ্রম মানবতার একটি কলঙ্কিত কারাগার। বৃদ্ধাশ্রম বৃদ্ধ পিতা-মাতার প্রতি এক নির্মম উপহাস। বৃদ্ধাশ্রমের সন্তানের স্নেহ ভালোবাসা বঞ্চিত প্রতিটি মা- বাবার জীবন যেন এক একটি নির্মমতার গল্প। প্রবীণ এই মানুষগুলো আমাদের শ্রদ্ধাভাজন, ওদের বার্ধক্যকে সেবা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এটা কোনো করুণা নয় এটি ওদের প্রাপ্য। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের পরিবারের মানবিক যাত্রা শুরু করেছি আমাদের স্নেহ বঞ্চিত অসহায় পিতা-মাতার সেবা করার মধ্যে দিয়ে’।

তিনি বলেন, ‘সংগঠনের মাধ্যমে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই। নতুন ও পুরাতন বন্ধুদের যোগ করে নানা মানবিক, গঠনমূলক ও সৃষ্টিশীল বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে চাই। আমাদের বন্ধুরা যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারাও আমাদের এই পথ চলায় কাজ করার জন্য আগ্রহ দেখিয়েছে’।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।