কেরানীগঞ্জে করোনার কবলে আরও এক এসিল্যান্ড, নতুন আক্রান্ত ৯
আসাদুজ্জামান সুমন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আরও এক সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারি এ কর্মকর্তাসহ গত একদিনে এ উপজেলায় ৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় দুই এসিল্যান্ড করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে, উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, শুক্রবার (১৫ মে) রাতে প্রাপ্ত পরীক্ষার ফলাফলে নতুন করে ৯ জনের শরীরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ১৮ থেকে ৫৫ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন এসিল্যাল্ড। এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের নারী এসিল্যান্ড করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উপজেলার দুই এসিল্যাল্ডের শরীরেই করোনাভাইরাস সংক্রমণের মধ্য দিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৮ জনে।
আক্রান্ত দুই এসিল্যান্ডকেই তাদের নিজ বাড়িতে আইসলোশনে রাখা হয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।
এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলে এ স্বাস্থ্য কর্মকর্তা জানান।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৯৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০২ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে।
এফআর/এমএস