মহামারি কাটিয়ে আমরা এগিয়ে যাবো : মেয়র তাপস
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে হতদরিদ্র আট হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, এই মহামারি কাটিয়ে আমরা সবাই এগিয়ে যাবো।
সোমবার (১৮ মে) নগর ভবনে মেয়রের কার্যালয় থেকে এক ভিভিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে ওয়ার্ডের হতদরিদ্র আট হাজার পরিবার এ ত্রাণ পাচ্ছে।
মেয়র এসময় ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সাথে কথা বলেন। ভিডিও কনফারেন্সে তিনি এলাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে সচেতন থাকবেন।
তিনি বলেন, সামনে ঈদ। আমরা করোনাভাইরাস মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো।
মেয়র তাপস আরও বলেন, মহামারির মধ্যেও যেন জীবন যাপন করতে পারেন, সেবা পান, ত্রাণ পান, সেজন্য কাজ করে যাচ্ছি। এই মহামারি কাটিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো।
এএস/এইচএ/এমএস