পথশিশুদের ঈদের কাপড় ও খাবার দিল অনলাইন কমিউনিকেশন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৮ মে ২০২০

‘মানুষ মানুষের জন্য’ চিন্তাকে লালন করে অনলাইন কমিউনিকেশন সোসাইটির উদ্যোগে অসহায় পথশিশুদের মাঝে ঈদুল ফিতরের নতুন কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর লালবাগের সমাজকল্যাণ অধিদফতরের সোনামনি নিবাস এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অনলাইন কমিউনিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান বাপ্পি সাহরিয়ার, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুপকথা, কার্যকরী কমিটির সদস্য সকাল আহমেদ, মোসলেহউদ্দিন ও ডি এম শাহিন।

করোনাভাইরাসে সৃষ্ট লকডাউনের কারণে সংগঠনের চেয়ারম্যান এবিএম সিরাজুল হক সাজিদ উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন। তিনি কর্মসূচি বাস্তবায়নে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে সবাইকে সহযোগিতা করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন বলেন, নতুন জামা কাপড় পেয়ে এসব শিশু আনন্দে আত্মহারা হয়ে যায়। লকডাউনে যেখানে মানুষ কর্মহীন হয়ে অর্থ সংকটে ভুগছে, সেখানে এসব পথশিশু আরও বেশি অসহায়। তাই সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন এলাকায় গিয়ে নতুন জামা ও খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এমইউ/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।