চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের করোনা পরীক্ষা শুরু
চট্টগ্রামে সাংবাদিকদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে নমুনা সংগ্রহ শুরু হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
উদ্বোধনকালে তিনি বলেন, করোনাভাইরাসে সারা বিশ্ব আজ আক্রান্ত। এই মহামারিতে চট্টগ্রামসহ দেশেরসাংবাদিকরা সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে কয়েকজন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নিয়মাবলী পালন করে কঠোর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান গণমাধ্যমকর্মীদের।
প্রথম দিন নমুনা সংগ্রহ করেন বিআইটিআইডি চট্টগ্রামের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. শামসুল আলম এবং টেকনোলজিস্ট মো. ফখরুদ্দিন সুমন।
প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সভা পরিচালনা করেন।
এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, সিনিয়র সদস্য মোয়াজ্জেমুল হক, মাখন লাল সরকার, দেবপ্রসাদ দাস দেবু, জামালুদ্দীন ইউছুফ, মিহরাজ রায়হান, বিশ্বজিৎ বড়ুয়া, অমিত বড়ুয়া, খোরশেদুল আলম শামীমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ পর্যন্ত চট্টগ্রামে ছয়জন গণমাধ্যমকর্মী ছাড়াও তাদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আবু আজাদ/এমএসএইচ/পিআর