করোনা পরীক্ষায় ল্যাবের সংখ্যা ৪৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২০ মে ২০২০
ফাইল ছবি

করোনা পরীক্ষার জন্য আরও একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। এ নিয়ে মোট পিসিআর ল্যাবের সংখ্যা দাঁড়ালো ৪৩-এ।সর্বশেষ ল্যাবটি স্থাপন হয়েছে বেসরকারি পর্যায়ে ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে।

বুধবার (২০ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আজকে আমাদের ল্যাব ৪৩টি। নতুন আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে বেসরকারি পর্যায়ে। সেটি হলো ইউনাইটেড হসপিটাল লিমিটেড। তারা আমাদের সঙ্গে সামিল হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই।’

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৩৮টি। নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ২০৭টি। এ পরীক্ষাগুলোর মধ্যে শনাক্ত হয়েছে এক হাজার ৬১৭ জন। এ পর্যন্ত শনাক্ত ২৬ হাজার ৭৩৮ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮৫২টি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন এবং এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন এবং এ পর্যন্ত পাঁচ হাজার ২০৭ জন সুস্থ হয়েছেন।’

পিডি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।