প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই খুলছে অনেক মার্কেট!
দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শনিবার (৩০ মে) রাজধানীর মিরপুর রোডে ধানমন্ডি হকার্স মার্কেট খুলেছে। তখন দুপুর আনুমানিক দেড়টা।অনেকদিন পর গলির দুপাশের শাড়ির দোকানগুলোতে ঝলমলে আলো দেখা যায়। গেটের সামনে বসে রয়েছেন পাঞ্জাবি-পায়জামা পরিহিত মাঝ বয়সী এক ব্যক্তি। তার সামনের টেবিলে কোমল পানীয়র একটি বোতল রাখা।এ সময় এক মহিলাকে গেট দিয়ে প্রবেশকালে কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়াতে দেখা যায়। কিন্তু গেটে বসে থাকা লোকটি কিছু না বলায় তিনি সোজা হন হন করে ভেতরে প্রবেশ করেন।
এ মার্কেটের অদূরেই ওভার ব্রিজ সংলগ্ন এক নম্বর গেটের কাছে গুলশান স্যানকস নামের একটি খাবার দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যস্ত কর্মচারীরা। শপিং সেন্টারের প্রধান গেটে জীবাণুনাশক কোনো সামগ্রী হাতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল না। বেশ কিছু দোকানপাট খোলা থাকতে দেখা গেলেও ক্রেতা নেই।
এক দোকান মালিককে করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতা হিসেবে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে বলেন, দুই মাস পর আজ মার্কেট খুলতে শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে আগামীকাল মার্কেট খুলবে। মার্কেট কমিটির পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই স্বাস্থ্য অধিদফতর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তবেই ক্রেতাদের প্রবেশের ব্যবস্থা থাকবে।
সরেজমিনে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাবরেটরি, ধানমন্ডি, শাহবাগ, কলাবাগানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন ছোট বড় মার্কেটে আজ অনেকেই অনানুষ্ঠানিকভাবে দোকান খুলতে শুরু করেছেন।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক মার্কেটের দোকান মালিক কর্মচারীরা বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় সরকারের নির্দেশনা মেনে দীর্ঘ সময় বন্ধ রাখার আয়-রোজগারও বন্ধ ছিল। আবার সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে দোকানপাট খুলবে। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় তারা নিজেরাও আতঙ্কিত। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করবেন বলে জানান।
এমইউ/এএইচ/জেআইএম