ঢামেক করোনা ইউনিটে একদিনে আরও ২০ রোগীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৫ জুন ২০২০
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার (৫ জুন) আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের শরীরে করোনা পজিটিভ ছিল বলে জানিয়েছে ঢামেক মর্গ সূত্র। বাকি ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর আগে গত দুদিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পাঁচজন করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ৩৩ জনের মধ্যে চারজন নারী।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ছয়জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।

ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান জানান, প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।