বেতারের কর্মকর্তা নাজমুল হুদা করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ এএম, ০৯ জুন ২০২০

বিসিএস (তথ্য) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা মো. নাজমুল হুদা করোনা করোনাভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়েছেন। এর আগে তার সহধর্মিণী করোনায় আক্রান্ত হন। নাজমুল হুদা বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রম ইউনিটের উপ-পরিচালক পদে কর্মরত। বর্তমানে পিএইচডি গবেষণায় শিক্ষা ছুটিতে রয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হুদা সোমবার রাতে জাগো নিউজকে বলেন, ‘আজ জানতে পেরেছি আমি করোনায় আক্রান্ত। এর আগে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আমরা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি’।

নাজমুল হুদা এর আগে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখায় উপ-পরিচালক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।