চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:২৫ এএম, ১৩ জুন ২০২০

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হাসান নামে আরও এক তরুণ চিকিৎসাকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

মারা যাওয়া চিকিৎসক আরিফ হাসান আরিফ ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি নগরের পাহাড়তলী এলাকায় প্রাইভেট প্র্যাকটিশনার ছিলেন।

সূত্র জানায়, ছয়দিন আগে তাকে উপসর্গ নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার অক্সিজেন লেভেল কমতে থাকায় চমেক হাসপাতালের আইসিইউতে নেয়ার পরপরই তিনি মারা যান।

এর আগে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এস এম জাফর হোসাইন রুমী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মহিদুল হাসান ও মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এহসানুল করিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জেডএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।