স্বজন হারানো হাসপাতালে অক্সিজেন লাইন বসাচ্ছে এস আলম পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৪ জুন ২০২০

সবসময় অবহেলিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালটি এখন ওই এলাকার মানুষের করোনা চিকিৎসায় শেষ আশার আলো। গত মাসে এই হাসপাতালের আইসিইউতে মারা যান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬২)। আইসিইউ সংকটের কারণে সেদিন ছোট ভাইয়ের আইসিইউ সাপোর্ট খুলে বড় ভাইকে দেয়া হলেও বাঁচানো যায়নি তাকে।

এভাবে গত এক মাসে শুধু একটু অক্সিজেনের অভাবে অর্ধশতাধিক মানুষ মারা গেছেন চট্টগ্রামে। এবার অক্সিজেনের সেই সংকট মেটাতে এগিয়ে এলো এস আলম গ্রুপ

করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করে দিচ্ছে দেশের প্রথম সারির এ শিল্পগ্রুপ। ইতোমধ্যে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করতে মেডি ট্রেড নামে একটি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে তারা।

রোববার (১৪ জুন) মেডি ট্রেডকে ওয়ার্ক অর্ডার হস্তান্তর করেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী।

সূত্র বলছে, আগামী ১৫ দিনের মধ্যে অক্সিজেন সাপ্লাই লাইনের কাজ শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে মেডি ট্রেডকে। এ কাজ শেষ হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৪ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা। যার পুরো ব্যয় বহন করবে এস আলম গ্রুপ।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান স্যারের নির্দেশে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সংকট দূর করতে কাজ করছি আমরা। রোববার একটি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করে দেবে এস আলম গ্রুপ।’

আবু আজাদ/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।