কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়াল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৫ জুন ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০৯ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, রোববার রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে এই ২৪ জন রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২৩ থেকে ৭০ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। উপজেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৯ জন ও মারা গেছেন ১৯ জন।

তিনি জানান, লক্ষণের ওপর ভিত্তি করে নতুন আক্রান্তদের সঙ্গে চিকিৎসকদের চারটি টিম কথা বলে ভালোভাবে জেনে-বুঝে তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।