মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা করোনায় আক্রান্ত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, মন্ত্রীর একান্ত সচিবের পর এবার জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার সুফি আব্দুল্লাহিল মারুফ করোনায় আক্রান্ত হয়েছেন।
তথ্য ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া ১৫ জুন রাতে এ তথ্য জানান।
এর আগে, গত শুক্রবার (১২ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন। একই সঙ্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও।
এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৩৫ হাজার প্রায়। তবে ৪১ লাখ ৩৪ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।
আরএমএম/এমআরএম