দাবি না মানলে পরিবার নিয়ে গণঅবস্থানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৮ জুন ২০২০

করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ হকার শ্রমিকদের বাঁচাতে প্রণোদনার দাবি জানিয়েছে ভ্রাম্যমাণ হকার শ্রমিক আন্দোলন নামক একটি সংগঠন। সেই সঙ্গে দাবি না মানলে পরিবার-পরিজন নিয়ে গণঅবস্থানের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধন কর্মসূচি পালন করে পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক সংগঠন ভ্রাম্যমাণ হকার শ্রমিক আন্দোলন।

মানববন্ধনে হকার নেতারা বলেন, মানবিক কারণে ও দুর্দশা লাঘবে করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ হকার শ্রমিক আন্দোলনের পাঁচ লক্ষাধিক পরিবারকে বাঁচাতে ১০০ কোটি টাকা প্রণোদনা এবং কর্মহীন শ্রমিকদের জন্য মাসিক টাকা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতার দাবি জানাই।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে দেশের প্রায় লক্ষাধিক ভ্রাম্যমাণ হকার শ্রমিক। স্ব-উদ্যেগে বেকারত্বের অভিশাপ ঘুচাতে দেশি পণ্য বিক্রি করে আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী এ শ্রমিকরা এখন অসহায় হয়ে পড়েছে। প্রস্তাবিত বাজেটে ভ্রাম্যমাণ হকার শ্রমিকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে অসহায় শ্রমিকদের দুর্দশা লাঘব করতে হবে। কর্মহীন হকার শ্রমিকের দুঃখ দুর্দশা লাঘবে রেশন কার্ড দিয়ে জীবন-জীবিকার সুযোগ করে দিতে হবে।

press

তারা আরও বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রাস্তা-ঘাট, লঞ্চ, বাস ও ট্রেনে পণ্য বিক্রির সুযোগ এবং সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। অসহায় অসুস্থ শ্রমিকের চিকিৎসার জন্য সরকারি বরাদ্দ দিতে হবে। এসব দাবি না মানলে ভ্রাম্যমাণ হকার শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে গণঅবস্থানের ডাক দিতে বাধ্য হবে।

ভ্রাম্যমাণ হকার শ্রমিক আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জামালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক যশোরী প্রমুখ।

এএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।