ফায়ার সার্ভিসে করোনায় আক্রান্ত ১৭৬, সুস্থ ১০১
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ১৫ কর্মকর্তাসহ ১৭৬ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০১ জন সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
সোমবার (২২ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা আক্রান্তদের মধ্যে ২৩ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৩২ জন অধিদফতরের বিভিন্ন শাখার, নয়জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, আটজন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেড ফায়ার স্টেশনের (সাভার), আটজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, তিনজন ডেমরা ফায়ার স্টেশনের, চারজন খিলগাঁও ফায়ার স্টেশনের, সাতজন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, একজন পলাশী ফায়ার স্টেশনের, ছয়জন সিলেট ফায়ার স্টেশনের, একজন বড়লেখা ও একজন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), একজন কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের, একজন টঙ্গী ফায়ার স্টেশনের, পাঁচজন ফুলপুর ফায়ার স্টেশনের, একজন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, একজন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), চারজন রংপুর কন্ট্রোল রুমের, একজন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), একজন পটিয়া ফায়ার স্টেশনের, একজন লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের, একজন মাটিরাঙ্গা ফায়ার স্টেশনের, তিনজন বারিধারা ফায়ার স্টেশনের, দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের এবং চারজন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের কর্মী।
আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলসহ (নারায়ণগঞ্জ) বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শাহজাহান শিকদার জানান, করোনা আক্রান্তদের সবাই ভালো আছেন। এদের মধ্যে ১০১ জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। আক্রান্ত অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।
জেইউ/এসআর/জেআইএম