কোন হাসপাতালে কতজন চিকিৎসক করোনা আক্রান্ত
অডিও শুনুন
রাজধানী ঢাকাসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
শনিবার (২৭ জুন) পর্যন্ত সারাদেশে এক হাজার ৪৩১ জন চিকিৎসক, এক হাজার ২৩৪ জন নার্স এবং এক হাজার ৭৯৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ সর্বমোট আক্রান্ত হয়েছেন চার হাজার ৪৫৮ জন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায়। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১৯৯ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ৫৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, আজগর আলী হাসপাতালে ২১ জন, বিএসএমএমইউতে ৬ জন, জাতীয় কিডনি ইনস্টিটিউটে ৯ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ১ ১জন, শিশু হাসপাতালে ৬ জন, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে ১০ জন, জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ১১ জন, এভারকেয়ার (অ্যাপোলো) হাসপাতালে ৫ জন, বারডেম হাসপাতালে ৭ জন, ইউনিভার্সেল হাসপাতালে ৩ জন, পঙ্গু হাসপাতালে ৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৮ জন ও কুয়েত মৈত্রী হাসপাতালে ১৭ জন চিকিৎসক আক্রান্ত।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে।
শনিবার (২৭ জুন) করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এই তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এমইউ/বিএ/এমকেএইচ