করোনা মোকাবিলায় ৬ মাসের জন্য আরও ৭৬ কোটি টাকা চায় বিএসএমএমইউ
মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবার ঘোষিত বাজেটে ২৫ কোটি টাকা বরাদ্দ রেখেছে। তবে প্রতিষ্ঠানটি করোনা মোকাবিলায় আগামী ছয় মাসের জন্য আরও ৭৬ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।
সোমবার (২৯ জুন) বিএসএমএমইউ উপাচার্য এবং সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট উত্থাপন ও পাস হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট পাস হয়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়।
তিনি জানান, মহামারি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ঘোষিত বাজেটে ২৫ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আগামী ছয় মাসের জন্য আরও ৭৬ কোটি টাকার চাহিদাপত্র পাঠিয়েছেন।
উপাচার্য জানান, বিএসএমএমইউ কর্তৃপক্ষ করোনা সংক্রমণের প্রথম থেকেই শাহবাগ বেতার ভবনের ফিভার ক্লিনিকের পাশাপাশি করোনা নমুনা পরীক্ষা কেন্দ্র চালু করে। সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অনলাইন পদ্ধতিতে সিরিয়াল দিয়ে নমুনা পরীক্ষা করা হয়।
তিনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য নিজস্ব বাজেটে ২৫ কোটি টাকা বরাদ্দ রাখার পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে ৭৬ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে।’
এমইউ/এফআর/জেআইএম