করোনায় আক্রান্ত ঢাকা কলেজের অধ্যাপক

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩০ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু। নিজের আক্রান্তের খবর জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই অধ্যাপক।

তিনি বলেন, ‘হালকা গলা ও চোখের ব্যাথা নিয়ে গত ২১ জুন রাজধানীর মোহাম্মদপুরের ব্র্যাকের নমুনা সংগ্রহ বুথ সূচনা কমিউনিটি সেন্টারে স্যাম্পল জমা দেন। গতকাল রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে মোবাইলে মেসেজের মাধ্যমে করোনা পজিটিভের কথা জানানো হয়।’

‘ব্যাংক অথবা বাজারে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন’ বলে ধারণা তার। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। হালকা শ্বাসকষ্ট ছাড়া শারীরিকভাবে বর্তমানে সুস্থ আছেন বলেও জানান তিনি।

নাহিদ হাসান/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।