চট্টগ্রামে পুলিশকে অ্যাম্বুলেন্স দিল সিটি ব্যাংক
করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের জরুরি স্বাস্থ্যসেবা ও যাতায়াতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) একটি অ্যাম্বুলেন্স দিয়েছে সিটি ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এই অ্যাম্বুলেন্সটি অনুদান হিসেবে দেয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে সিটি ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট অ্যান্ড এরিয়া হেড কায়েস চৌধুরী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ সিএমপি ও সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসআই/জেডএ/এমকেএইচ