২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যু ২৫, মৃত অবস্থায় আনা হয় ৩ জনকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৪ জুলাই ২০২০

দেশে করোনায় মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসে প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে। এখান থেকে দু-একদিন পরপরই হাসপাতালে মৃত অবস্থায় করোনা রোগী আসার ঘোষণা এসেছে। আজ এর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজন করোনা রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় ২৯ মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে হাসপাতালে ২৫ জন, বাড়িতে একজন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন তিনজন।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৭১টি এবং পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭২৭টি। পূর্বের নমুনাসহ ১৪ হাজার ৭২৭ নমুনা গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি। গত ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছেন তিন হাজার ২৮৮টি। এ পর্যন্ত শনাক্ত এক লাখ ৫৯ হাজার ৬৭৯টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৩ জন এবং এ পর্যন্ত ৭০ হাজার ৭২১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন এবং এ পর্যন্ত এক হাজার ৯৯৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৫ শতাংশ।’

ঢাকার মতো অন্যান্য বিভাগেও এখন মৃত্যুর হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে সাতজন, খুলনা তিনজন, বরিশাল দুইজন, সিলেট তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন বলেও জানান নাসিমা সুলতানা।

পিডি/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।