করোনামুক্ত হলেন বেতারের কর্মকর্তা নাজমুল হুদা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৪ জুলাই ২০২০

বাংলাদেশে সিভিল সার্ভিসের (বিসিএস) তথ্য ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা মো. নাজমুল হুদা করোনাভাইরাস (কোভিট-১৯) থেকে মুক্ত হয়েছেন। ৭ জুন সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

নাজমুল হুদা বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রম ইউনিটের উপ-পরিচালক পদে কর্মরত। বর্তমানে পিএইচডি গবেষণায় শিক্ষা ছুটিতে রয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাজমুল হুদা আজ (৪ জুলাই) জাগো নিউজকে বলেন, ‘নমুনা দেয়ার পর গত ৭ জুন আমি করোনা আক্রান্ত হওয়ার মেসেজ পাই। এরপর ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নমুনা দেয়ার পর আজ জানতে পেরেছি আমার কোভিট-১৯ নেগেটিভ। এখন শারীরিকভাবে ভালো আছি। সবার কাছ দোয়া প্রার্থনা করি।’

নাজমুল হুদা এর আগে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখায় উপ-পরিচালক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এইচএস/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।