করোনায় সম্মুখ যোদ্ধারা যা ভাবছেন
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়ে যাচ্ছে পুরো বিশ্ব। বিশ্বের অনেক দেশের মতোই সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকেও। এমনই প্রেক্ষাপটে সামাজিক বাধা বা সোশ্যাল স্টিগমার শিকার হতে হয়েছে করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করা সম্মুখ যোদ্ধাদেরও। দায়িত্ব পালনকালে পারিপার্শ্বিক অবস্থা থেকে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, চ্যালেঞ্জ কী ছিল আর সেগুলো মোকাবিলা কীভাবে করা হয়েছে সেসব বিষয়ে মতবিনিময় করেছেন তরুণরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) ইন্সপায়ারিং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ফেসবুক ও ইউটিউব লাইভে সমবেত হয়ে এই মতবিনিময়ে অংশ নেন আলোচকেরা। এতে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান, পুলিশের নোয়াখালী জেলা গোয়েন্দা বিভাগে দায়িত্বরত উপ-পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান এবং সংগীত শিল্পী আমিদ হোসেন চৌধুরী। ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ আলোচনা পর্বে সঞ্চালনা করেন।
নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন বলেন, এই করোনার সময়ে আমাদের একটি ডিজিটাল মাধ্যাম দরকার, যার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে পারি।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ বলেন, ঈন্সপায়ারিং বাংলাদেশ প্লাটফর্মের মাধ্যমে আমরা সবাইকেই সচেতন করতে পারব।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান বলেন, একটি বাংলাদেশের সামাজিক যোজাযোগ মাধ্যম দরকার, যার মাধ্যমে আমাদের প্রগতিশীল যুব সমাজ আরও সচেতন হতে পারে।
ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ বলেন, ‘এই করোনার সময়ে সম্মুখ যোদ্ধাদের প্রতি সংবেদনশীল আচরণ এবং যুব সমাজকে সচেতন ও অনুপ্রাণীত করার জন্যই আমরা ইন্সপায়ারিং বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ করতে যাচ্ছি খুবই দ্রুত।’
জেডএ