করোনায় মৃত্যুর অর্ধেকই ঢাকা বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১২ জুলাই ২০২০

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ (১২ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৫২ জনে। এদের মধ্যে পুরুষ এক হাজার ৮৬০ জন ও নারী ৪৯২ জন।

এ পর্যন্ত করোনায় মৃতদের বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, সর্বোচ্চ ৫০ শতাংশের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে ২৬ দশমিক ২৮ শতাংশ।

এছাড়া রাজশাহী বিভাগে ৫ দশমিক ১৪, খুলনা বিভাগে ৫ দশমিক ১৪ শতাংশ, বরিশাল বিভাগে ৩ দশমিক ৬১ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৩৮ শতাংশ, রংপুর বিভাগে ৩ দশমিক ১০ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৩৪ শতাংশের মৃত্যু হয়।

এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৫২ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।

করোনাভাইরাস বিষয়ে রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।