দূষণ কমেছে, টলমলে বুড়িগঙ্গার পানি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৮ জুলাই ২০২০

অডিও শুনুন

‘অনেক বছর নদীতে এত পানি হয়নি। এখন তো পানি বাঁধের প্রায় কাছাকাছি দেখছেন, এই পানি অনেক নিচে থাকে। গত কয়েক দিনে নদীতে পানির উচ্চতা অনেক বেড়েছে। পানিও অনেক পরিষ্কার টলমলে।’

RIVER.jpg

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়ায় শহর রক্ষা বাঁধে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা মধ্যবয়সী মোবারক আলী বুড়িগঙ্গা নদীতে পানির উচ্চতা বৃদ্ধি ও স্বচ্ছ পানির বর্ণনা দিচ্ছিলেন এভাবে।

jagonews24

মোবারক আলী আরও বলেন, গত কয়েক দিনের বৃষ্টি ও দেশজুড়ে বন্যার কারণে হয়তো বুড়িগঙ্গা নদীর পানি বেড়েছে। নদীতে নৌকা, ইঞ্জিনচালিত ট্রলার, লঞ্চ ও মালবাহী জাহাজ চলাচল এখন বেড়েছে।

RIVER.jpg

স্থানীয় বাসিন্দারা জানান, কেরানীগঞ্জ কামরাঙ্গীরচরের বাসিন্দাদের অনেকেই জীবিকার তাগিদে শহরে যাওয়ার জন্য ভাড়ায় চালিত নৌকায় যাতায়াত করেন। কিন্তু গত কিছুদিন যাবত স্থানীয় বাসিন্দারা ছাড়াও অনেক মানুষ বিশেষ করে তরুণ-তরুণীদের অনেকেই নৌকায় করে বুড়িগঙ্গা নদীতে ঘুরতে আসছেন। দিনের বেলায় অনেকেই দলবেঁধে নদীর পরিষ্কার পানিতে গোসল করছেন। নদীর তীর ঘেঁষে অনেক ভাসমান খাবারের দোকানও বসছে।

RIVER.jpg

শুক্রবার বিকেলে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, বুড়িগঙ্গা নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং পানি স্বচ্ছ হওয়ায় আশপাশের এলাকার অনেকেই নৌকায় বুড়িগঙ্গা নদীতে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে দল বেঁধে কামরাঙ্গীরচর এলাকার শহর রক্ষা বাঁধের পাশে বসে গল্প করছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে ছেলেমেয়েদের নিয়ে বুড়িগঙ্গার তীর ধরে মৃদুমন্দ বাতাসে বাঁধে হাঁটাহাঁটি করছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রত্যেককে ঘরের বাইরে গেলে মুখে মাস্ক পরিধান করার পরামর্শ দিলেও নদীর তীরে ঘুরতে আসা মানুষের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। তারা বলছেন, নদীর তীরের বিশুদ্ধ বাতাসে মাস্ক লাগে না।

RIVER.jpg

স্থানীয় এক মাঝি আলাপকালে জানান, অন্যান্য সময় বুড়িগঙ্গা নদীর পানিতে প্রচুর দুর্গন্ধ থাকে। কিন্তু বর্তমানে পানিতে দুর্গন্ধ নেই, একেবারে শহরের কাছাকাছি ছাড়া এদিকের পানি টলমলে পরিষ্কার। আগের চেয়ে নদীতে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে বলে তিনি জানান।

এমইউ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।