ঈদ পরবর্তী সময়ে সুস্থ থাকতে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘আপনারা নমুনা পরীক্ষা করতে দিন এবং রোগ প্রতিরোধে সহায়তা করুন। তাছাড়া রোগ প্রতিরোধের জন্য যেসব স্বাস্থ্য বিধি বলি, সেসব নিয়মিতভাবে মেনে চলুন। যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, জনসমাবেশ এড়িয়ে চলা। সামনে ঈদের ছুটি। ঈদে এই বিধিগুলো যেন আরও কঠোরভাবে মেনে চলি। তাহলে আমরা ঈদ পরবর্তী সময়ে সুস্থ থাকতে পারব এবং এই রোগকে প্রতিরোধ করতে পারব।’
শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব কথা বলেন তিনি।
নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬১৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১০ হাজার ৪৪৬টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ এক হাজার ৪৮০টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা ধরা পড়েছে দুই হাজার ৫২০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২১ হাজার ১৭৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৮৭৪ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪১৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২২ হাজার ৯০ জনে।
পিডি/এফআর/এমকেএইচ