১০ সদস্যের মাত্র ৩ জন নিয়ে সংসদীয় কমিটির বৈঠক
কমিটির সদস্য সংখ্যা ১০ জন হলেও মাত্র তিনজনকে নিয়েই বৈঠক করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। করোনাকালের জন্য দীর্ঘ চার মাস বিরতির পর এই কমিটির বৈঠক হলেও উপস্থিতি তেমন হয়নি। এখন করোনাকালের কথা বলা হলেও এই কমিটিতে বরাবরই সদস্যদের উপস্থিতি কম।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে গত বছরের ২৯ নভেম্বর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠক বাতিল হয়। কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও শনবম জাহান ছাড়া ওই বৈঠকে কেউ উপস্থিত হননি। এরপর ১২ মার্চ কমিটির সর্বশেষ বৈঠক হয়। সেদিন সভাপতিসহ পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।
রোববার (২৬ জুলাই) ১২তম বৈঠকে কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকিসহ মাত্র তিনজন উপস্থিত ছিলেন। এমনকি বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাও অনুপস্থিত ছিলেন। অন্য দুজন সদস্য হলেন মো. আব্দুল আজিজ এবং বেগম শবনম জাহান।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ছাড়াও লুৎফুন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, মোজাম্মেল হোসেন, শাজাহান মিয়া, এ এম নাইমুর রহমান দুর্জয় এবং সালমা ইসলাম অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, হয়তো করোনাভাইরাসের কথা বিবেচনা করে অনেকে আসেননি। তবে কমিটির এক-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকায় কোরাম পূর্ণ হয়েছে। এ জন্য আমরা বৈঠক করেছি।
তিনি আরও বলেন, বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে নারী ও শিশুর বিভিন্ন সমস্যা মোকাবিলায় ‘নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশুকল্যাণ তহবিল’ থেকে বিভিন্ন উপজেলায় ১ হাজার ৩৫৯ জন নারী ও শিশুকে ৫৫ লাখ ৬৬ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
এইচএস/বিএ/এমএস