গণপরিবহন কিছুটা বেড়েছে
করোনাভাইরাস সংক্রমণের পর রাজধানীর পরিবহন খাত স্থবির হয়ে পড়ে। একপর্যায়ে লকডাউন উঠে গেলে ধীরে ধীরে সচল হতে শুরু করে এ খাত। আর ঈদুল আজহার আগে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখা যায় পরিবহন ব্যবস্থাকে।
ঈদের দুইদিন আগেও দীর্ঘ যানজট লেগে থাকত ঢাকার রাস্তায়। তবে ঈদের আগের ও ঈদের দিন অনেকটাই ফাঁকা হয়ে যায় রাস্তা। সেই অবস্থা ঈদের পরদিনও। তবে ঈদের দিনের চেয়ে একটু বেশি রয়েছে আজকে যানবাহনের সংখ্যা।
রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সরেজমিনে দেখা গেছে, তুলনামূলক কম হলেও রাস্তায় গণপরিবহন রয়েছে। ঈদের দিনের চেয়ে কিছুটা বাড়তি গণপরিবহন রয়েছে। সিএনজি বেশি চলছে। পাশাপাশি রয়েছে বাসও। ব্যক্তিগত গাড়িও চলছে হরহামেশা।
তাছাড়া এবার অনেকেই ঈদ করেছেন রাজধানীতে। ফলে অন্যান্য ঈদে যে জনশূন্যতা তৈরি হয় রাজধানীর রাস্তায়, এবার সেই শূন্যতা কিছুটা কম। রয়েছে মানুষের বেশ কর্মচাঞ্চল্যতা। ফলে যানবাহনের সংখ্যাও তুলনামূলক আজ বেশি লক্ষণীয়।
পিডি/এমআরএম/এমএস