নভেম্বর থেকে স্বাভাবিক নিয়মে নির্বাচনী কার্যক্রম শুরু
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সংসদীয় উপনির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বিভিন্ন নির্বাচনের কাজ আগামী নভেম্বর থেকে স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
সোমবার (১০ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সচিব বলেন, আগামী নভেম্বর থেকে সব নির্বাচন যথা নিয়মে অনুষ্ঠিত হবে। অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে ঝুলে থাকা নির্বাচন।
তিনি আরও বলেন, করোনার কারণে বর্তমানে অনেকগুলো স্থানীয় সরকারের নির্বাচন আটকে আছে। ঝুলে থাকা নির্বাচনগুলো অক্টোবর থেকে সম্পন্ন করা হবে। নভেম্বর থেকে কোনো ভোট আর স্থগিত করা হবে না। যখন যে নির্বাচন সামনে আসবে সেটা আয়োজন করে ফেলা হবে।
বর্তমানে স্থানীয় সরকারের দুই শতাধিক পদে নির্বাচন করার আছে ইসির। এছাড়া করতে হবে পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনও। করোনা মহামারির কারণকে ‘দৈব-দুর্বিপাক’ দেখিয়ে অনেকগুলো ভোট স্থগিত করে ইসি।
স্থানীয় সরকারের নির্বাচনগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা এবং সিটি করপোরেশনের বিভিন্ন পদে নির্বাচন আটকে আছে। আর সংসদীয় আসনের মধ্যে ঢাকা-১৮, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন করতে হবে।
এইচএস/এমএসএইচ/এমএস