করোনায় আক্রান্ত চট্টগ্রামের আরেক এমপি
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) করোনার নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন এ সাংসদের ছেলে ফারাজ করিম চৌধুরী।
তিনি জানান, তার বাবা করোনায় আক্রান্ত হওয়ার খবর সত্য। তবে তিনি পুরোপুরি সুস্থ আছেন। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন।
এফআর