চট্টগ্রামে মা-ছেলেকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:২০ পিএম, ২৪ আগস্ট ২০২০

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় মা ও তার ৯ বছর বয়সী শিশুকে গলাকেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে ২৪ আগস্ট আনুমানিক রাত ৮টার দিকে এমন ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের।

নিহত দুইজন হলেন- মা গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জাগো নিউজকে বলেন, ‘পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে’।

তিন বলেন, ‘নিহতদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে’।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।