বন্ধুর বিয়েতে আনন্দ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
প্রতীকী ছবি

রাজধানীর মধ্যবাড্ডায় বিদুৎপৃষ্ট হয়ে মো. বাবুল হোসেন (২৬) নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বাবুলের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বর্তমানে বাড্ডার আদর্শনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

বাবুলের বন্ধু মাজহারুল ইসলাম জানান, তাদের এক বন্ধুর বিয়ে উপলক্ষে মধ্যবাড্ডার আদর্শনগরের একটি বাসার ছাদে সবাই মিলে আনন্দ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন বাবুল। তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।