২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ
![২৪ ঘণ্টায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/china-in-1-20201001191943.jpg)
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সুস্থতার হার আরও বেড়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ১৫৯১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৭ হাজার ৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ।
পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৭৫ দশমিক ৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠাদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৮, চট্টগ্রামে ১৫৭, রংপুরে ৫৯, খুলনায় ১৯৩, বরিশালে ২৭, রাজশাহীতে ২০৫, সিলেটে ৭৫ এবং ময়মনসিংহে সাতজন রয়েছেন।
উল্লেখ্য, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮ পরীক্ষাগারে ১১ হাজার ৪১০ নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৪২০ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫০৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ৭৫।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন ২১ জন। এরমধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন । তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজন রয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ২৭২ জনে।
এমইউ/এএইচ/জেআইএম