সপ্তাহের ব্যবধানে করোনা আক্রান্তের হার বাড়ল ২.১৯ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৩ নভেম্বর ২০২০
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ক্রমেই বাড়ছে। গত শুক্রবার (৬ নভেম্বর) করোনাভাইরাস শনাক্তে ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করে হয়েছিল। এর মধ্যে এক হাজার ৪৬৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে আজ (শুক্রবার) ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক হাজার ৭৬৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে ২ দশমিক ১৯ শতাংশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত এ ভাইরাস শনাক্তে সর্বমোট ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট শনাক্তকৃত রোগী সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন। মোট নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক শূন্য ৫ শতাংশ।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। এ সময় প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে দেশের স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হতে পারে। গত কয়েকদিন ধরে করোনায় শনাক্তের হার বাড়ছে।

এমইউ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।