রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টা
ঝালকাঠির রাজাপুরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হিন্দু সম্প্রদায় মন্দিরের নামে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন মৃধা, মো. ফারুক হাওলাদার রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
এ সময় তারা জানায়, উপজেলা সদরের জেলখানা সড়কের দক্ষিণ পাশের ৪৯৬৮ এবং ৬৪ দাগের ০৭ শতাংশ জমি যার ০৪ শতাংশ আমরা ক্রয় সূত্রে মালিক। বাকী ০৩ শতাংশ রাস্তার জন্য সরকার অধিগ্রহণ করে নিয়েছে। যার সকল বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে।
হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা মন্দির নির্মাণের কথা বলে উক্ত জমি দখলের চেষ্টা করছে। ওই জমির প্রকৃত মালিক আমরা ৪০ বছর থেকে ভোগ দখলে আছি। হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু কুটবুদ্ধি সম্পন্ন লোক অন্য সবাইকে ভূল বুঝিয়ে এবং ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে জমি দখলের পায়তারায় মেতে উঠেছে।
আমরা আমাদের মালিকানাধীন জমি হিন্দু সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা করলে তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এমনকি হিন্দু সম্প্রদায় ওই জমিতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা আনার পরও সেই নিষেধাজ্ঞা অমান্য করে ১৩ অক্টোবর মঙ্গলবার রাতের অন্ধকারে ঘর নির্মাণের কাজ শুরু করে।
সংবাদ সম্মেলনে তারা আরো জানায়, সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য হিন্দু ভাইয়েরা পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছেন। যাতে আমাদের মনে হচ্ছে, তারা সম্পৃতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। যেটা বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা কখনোই হতে দিতে পারি না।
সবশেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়, তাদের ৪০ বছরের মালিকানাধীন বৈধ সম্পত্তি কোন ঝামেলা ছাড়াই ভোগ দখল করতে পারেন এবং অবৈধ দখলদারদের যেন কোনোভাবে প্রশ্রয় দেয়া না হয়।
এ সময় রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদের সাথে হিন্দু সম্প্রদায়ের উত্তম শীলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আইএইচএস/এমএস