যাত্রীবিহীন মাইক্রোবাসের সিটবেল্টে মিলল ১৯ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
প্রকাশিত: ০৫:১১ এএম, ১৮ জানুয়ারি ২০২১

কক্সবাজারের টেকনাফে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের সদর দফতর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে কায়ুকখালী পাড়া সংলগ্ন রাস্তার পাশে দাঁড়ানো ওই মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির সিটবেল্টের নিচে অভিনব পদ্ধতিতে লুকানো পলিথিন ব্যাগ থেকে ওই ইয়াবাগুলো জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ বলেন, জব্দ করা ইয়াবা ট্যাবলেট ও মাইক্রোবাসটিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।