চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ কলেজছাত্র হাবিবুল ইসলাম (১৮) মারা গেছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাবিবুল ইসলাম চন্দনাইশ পৌর এলাকার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন কলেজছাত্র হাবিবুল। আজ রোববার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

আবু আজাদ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।