করোনা শনাক্তে ল্যাবের সংখ্যা বেড়ে ২১৯

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৪ মার্চ ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাস শনাক্তে রাজধানীসহ সারাদেশে ল্যাবরেটরির সংখ্যা আরও দুটি বাড়ানো হয়েছে। এ নিয়ে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৯টি। আগে ছিল ২১৯টি।

সর্বমোট ২১৯টি ল্যাবরেটরির মধ্যে ১১৮টি আরটি পিসিআর, জিন এক্সপার্ট ২৯টি এবং রেপিড এন্টিজেন ৭২টি।

এরমধ্যে সরকারি পর্যায়ে চলমান পরীক্ষাগার ১৪৮টি (৫১টি আরটি পিসিআর, ২৭টি জিন এক্সপার্ট এবং রেপিড এন্টিজেন ৭২টি) এবং বেসরকারি ৬৯ (৬৭টি আরটি পিসিআর ও জিন এক্সপার্ট ২টি) রয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করানো রোগীর মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ৪১ লাখ ৫ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা এবং ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সাতজন মারা যায়। এনিয়ে সর্বমোট ৮ হাজার ৪৩৫ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬১৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।

এমইউ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।