করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২১

করোনাভাইরাস (কাভিড-১৯) প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা টিবি হাসপাতালে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেন।

খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খাদ্যমন্ত্রী।

সবাইকে কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন; সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’

আরএমএম/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।