দেশে প্রতি ১০ লাখে করোনায় ৫৯ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রতি ১০ লাখে ৫৯ দশমিক ১৯ জন মারা যাচ্ছেন। এছাড়া প্রতি ১০ লাখে আক্রান্ত প্রায় ৪ হাজার ১৫৩ জন। একই জনসংখ্যার হিসাবে সুস্থ হয়ে উঠছেন প্রায় ৩ হাজার ৫০৭ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ ৬ হাজার ৪৬৮ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ৬৪ ও নারী ৩০ জন। তাদের মধ্যে ৯০ জন হাসপাতালে এবং চারজন বাসায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১ জনে।
রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৫৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭৭০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি।
এমইউ/এএএইচ/এএসএম