‘২৪ ঘণ্টায় একটুও ঘুমাইনি, এখন আরেকটা লাশ নিতে আসছি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২২ এপ্রিল ২০২১

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। তাদের মধ্যে বড় অংশই মারা যাচ্ছেন রাজধানীর হাসপাতালগুলোতে।

এই মৃতদের লাশ রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নিতে হচ্ছে। ফলে দূরপাল্লায় লাশ বহনকারী গাড়িচালকরা দম ফেলার সুযোগ পাচ্ছেন না। দিন-রাত ২৪ ঘণ্টা মিলে কয়েক ঘণ্টা ঘুমানোর সুযোগও তাদের হচ্ছে না।

রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির লাশ বহনের জন্য অপেক্ষা করছিলেন লাশবাহী গাড়ির চালক মো. লাল মিয়া।

লাশের অপেক্ষায় থাকাবস্থায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে লাল মিয়া জাগো নিউজকে বলেন, ‘বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশের সংখ্যাই বেশি টানছি। লাশবাহী গাড়ির চাহিদাও এখন বেশি।’

jagonews24

সাতক্ষীরায় একটি লাশ রেখে ঢাকায় ফিরতেই আরেকটি লাশ বহন করতে আনোয়ার খান মডার্নের সামনে এসেছেন লাল মিয়া।

তিনি বলেন, ‘আমার ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। এর মধ্যে কোনো ঘুম নাই। এখন আরেকটা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশ নিতে আসছি। এটা নামাই দিয়া আইসা যদি একটু বিশ্রামে যাইতে পারি। করোনা বাড়ার পর থেকে খুব চাপ বেড়ে গেছে। এখন সর্বোচ্চ দুই থেকে তিন ঘণ্টা ঘুমাইতে পারি।’

এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে বুধবার (২১ এপ্রিল) পর্যন্ত মোট ১০ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৩২ হাজার ৬০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ছয় লাখ ৩৫ হাজার ১৮৩ জন।

পিডি/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।