স্পিডবোট দুর্ঘটনা : বিআইডব্লিউটিএর তিন সদস্যের তদন্ত কমিটি
মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ীর বাংলাবাজার পুরোনো ঘাটে স্পিডবোট দুর্ঘটনার তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডিব্লিউটিএ) যুগ্ম-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মো. ইকবাল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) আ স ম মাশরেকুল আরেফিন এবং মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া নদীবন্দরের সহকারী পরিচালক মো. ওবায়দুল করিম খান।
কমিটি দুর্ঘটনার কারণ উদ্ঘাটন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/কোম্পানি চিহ্নিত করাসহ দায়-দায়িত্ব নিরূপণ করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ পেশ এবং দুর্ঘটনা সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করবে এই কমিটি।
কমিটি গঠনের দফতর আদেশে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী সমগ্র দেশের সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকলেও আজ (সোমবার) আনুমানিক সকাল ৭টায় শিমুলিয়া নদীবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার (শরীয়তপুর) ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এই স্পিডবোটটি কাঁঠালবাড়ী (মাদারীপুর) ঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। দুর্ঘটনায় এ পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ পাওয়া গেছে।
আরএমএম/বিএ/এএসএম